ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

আনিসুল হকের প্রতি তিন ব্যবসায়ী সংগঠনের সমর্থন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
আনিসুল হকের প্রতি তিন ব্যবসায়ী সংগঠনের সমর্থন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী আনিসুল হককে পূর্ণ সমর্থন দিয়েছে দেশের শীর্ষ তিন ব্যবসায়ী সংগঠন।

বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ এই তিন শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা আনিসুল হকের প্রতি সমর্থন জানিয়ে তার জন্য ভোট প্রার্থনা করেন।



রোববার (১২ এপ্রিল) দুপুরে মহাখালী রাওয়া ক্লাবে তিন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ সমর্থনের কথা জানা যায়।

বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-বিজিএমইএ’র সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, সালাম মুর্শেদী, বিজিএমইএ সহসভাপতি এমএ মান্নান কচি, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম, বিটিএমইএ সহসভাপতি ফজলুল হক, বিজিএমইএ সাবেক সহসভাপতি ছিদ্দিকুর রহমান,হ্যান্ডস গার্মেন্টেস’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, এফবিসিসিআই’র সিনিয়র ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, আসলাম সানি প্রমুখ।

মেয়রপ্রার্থী আনিসুল হকের জন্য ভোট চেয়ে বক্তব্য রাখেন আসিফ ইব্রাহিম। তিনি বলেন, ‘আমাদের নেতা আনিসুল হক সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী। তাকে নির্বাচিত করে আমাদের ঢাকাবাসীর উন্নয়নে সহায়তা করি।

এমএ মান্নান কচি বলেন, আমাদের মন্ত্রণালয় রয়েছে। আনিসুল হক মেয়র নির্বাচিত হলে আমাদের সমস্যা সমাধানে কাজ করবেন। পাশাপাশি সবুজ ঢাকা বির্নিমাণে কাজও করবেন।

আসলাম সানি বলেন, যার নেতৃত্বে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ঢাকাকে একটি আধুনিক নগরী করতে পারবো তাকেই নির্বাচিত করা দরকার।

উল্লেখ্য, ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট। ঢাকা উত্তর সির্টি কর্পোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসএম/টিআই/আরআই

** খালেদা নামলে চ্যালেঞ্জ কঠিন : আনিসুল হক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।