তালা (সাতক্ষীরা): নাশকতার অভিযোগ প্রমাণ হওয়ায় সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি খোরশেদ আলমকে (২৩) দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন।
খোরশেদ উপজেলার জেঠুয়া গ্রামের মাহাবুব আকুঞ্জির ছেলে এবং
জালালপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, নাশকতার অভিযোগে রোববার সকালে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন। তার বিরুদ্ধে একাধিক নাশকতার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
আরএ