ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

নীরব থেকে কামারুজ্জামানের পক্ষ নিলেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
নীরব থেকে কামারুজ্জামানের পক্ষ নিলেন খালেদা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: যুদ্ধাপরাধে কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পরও কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নীরবতার মাধ্যমে কামারুজ্জামানের পক্ষ নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।



রোববার(১২ এপ্রিল’২০১৫) সচিবালয়ে এক মতবিনিময় সভা শেষে তথ্যমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নীরবতার মধ্য দিয়ে কামারুজ্জানের পক্ষ নিলেন। কারণ কামারুজ্জামান তার ক্ষমতার পার্টনার ছিলেন। সুতরাং আজকে সন্দেহাতীতভাবে প্রমাণ হলো, খালেদা জিয়া জেনে-শুনে একজন যুদ্ধাপরাধীকে ক্ষমতার পার্টনারশিপ করেছিলেন, কেবলমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য।

মানবতাবিরোধী অপরাধে শানিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির রায় কার্যকর করা হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের।

তবে কয়েকটি গণমাধ্যমে কামারুজ্জামানকে ইসলামী চিন্তাবিদ ও মোল্লা হিসেবে আখ্যায়িত করায় তার সমালোচনাও করেন ইনু।

ইনু বলেন, তিনি(কামারুজ্জামান) কোনো ইসলামী চিন্তাবিদ নন, ধর্মীয় নেতাও ছিলেন না। তিনি রাজনৈতিক দলের কর্মী এবং যুদ্ধাপরাধী। রাজনৈতিক দলের কর্মীকে ইসলামী চিন্তাবিদ, ধর্মীয় নেতা, আলেম হিসেবে বলাটা মিথ্যাচার ও বিকৃত তথ্য। বিসিসি, সিএনএন বললে সেটা দুঃখজনক।

গণমাধ্যমকর্মীদের ভারসাম্যের নীতিতে না চলে আইনের পক্ষে, অপরাধের বিপক্ষে অবস্থানের কথা বলেন ইনু।

খালেদা জিয়াকে ‘আগুন সন্ত্রাসী’ আখ্যায়িত করে ইনু বলেন, সিটি করপোরেশন নির্বাচনের ডামাডোলে আগুন সন্ত্রাসীদের চক্রান্ত ধামাচাপা দেওয়া যাবে না। আপনাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

এর আগে অনলাইন নীতিমালা নিয়ে বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে এ বৈঠক করেন তথ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এমআইএইচ/জেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।