ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

জামায়াত মানবতাবিরোধী অপরাধে জড়িত

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
জামায়াত মানবতাবিরোধী অপরাধে জড়িত সুরঞ্জিত সেনগুপ্ত

সুনামগঞ্জ: জামায়াত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

রোববার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দিরাই উপজেলার বরাম হাওরের বোয়ালিয়ার বাঁধ এবং একই উপজেলার টাংনির হাওরের কুনিজুরি বাঁধ পরিদর্শন শেষে দিরাইয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের জন্য ও মুক্তিযুদ্ধের বিরোধীতার জন্য জামায়াত গত ৪৩ বছরে রাষ্ট্র কিংবা জনগণের কাছে ক্ষমা চায়নি। এ অপরাধের বিচার অপরিহার্য।

তিনি আরো বলেন, বরাম হাওরের বোয়ালিয়ার বাঁধ ঠিকভাবে করেনি পাউবো। এক্সেভেটর দিয়ে বাঁধের গোড়া থেকে মাটি কেটে বাঁধগুলো নড়বড়ে করে রেখেছে।

স্থানীয় কৃষকদের দাবিতে পাউবো হাওরের ফসল রক্ষা বাঁদের কাজ এক্সেভেটর দিয়ে করতে পারবে না বলেও জানান তিনি।

বাঁধ পপরিদর্শনকালে উপস্থিত ছিলেন, দিরাই পৌর মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল মিয়া, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সম্পাদক মোশারফ মিয়া, আকিকুর রেজা পুলিশ, তাড়ল ইউপি চেয়ারম্যান নূরুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন রায়, তাড়ল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।