টাঙ্গাইল: জনগণ হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
তিনি বলেন, যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে, তাদের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা হবে না।
দেশে কোনো হরতাল-অবরোধ হয়নি। জনগণ হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে। যদি দেশে কেউ আবার অরাজকতা-নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রোববার (১২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের ভাসানী হলে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া। আইনগতভাবেই তাদের রায় কার্যকর করা হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রশিদ লেবুর সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনু।
এতে প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল।
কাউন্সিলে সভাপতি পদে দু’জন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, ২০০৩ সালে সর্বশেষ টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসআই