নারায়ণগঞ্জ: একাত্তরের আলবদর কমান্ডার ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে
নারায়ণগঞ্জে লাঠিসোঁটা হাতে ঝটিকা মিছিল করেছে শিবির কর্মী।
রোববার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় শিবির কর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে চারজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন আল আমিন (২৭), হাসান (১৮), কাউসার (২০) ও আলমিন (২০)।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক ব্যক্তিদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এটি