ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে লাঠিসোঁটা নিয়ে শিবিরের মিছিল, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
নারায়ণগঞ্জে লাঠিসোঁটা নিয়ে শিবিরের মিছিল, আটক ৪ ছবি : প্রতীকী

নারায়ণগঞ্জ: একাত্তরের আলবদর কমান্ডার ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে
নারায়ণগঞ্জে লাঠিসোঁটা হাতে ঝটিকা মিছিল করেছে শিবির কর্মী।

রোববার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় শিবির কর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে চারজনকে আটক করে।



আটক ব্যক্তিরা হলেন আল আমিন (২৭), হাসান (১৮), কাউসার (২০) ও আলমিন (২০)।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ব্যক্তিদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।