ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সিইসির বক্তব্য শুনলেন না আনিস-তাবিথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
সিইসির বক্তব্য শুনলেন না আনিস-তাবিথ ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মতবিনিময় সভায় এসে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্য না শুনেই চলে গেলেন আনিসুল হক ও তাবিথ আউয়াল।
 
রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) নির্বাচনের প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন।


 
এতে উপস্থিত হয়ে কেবল নিজের বক্তব্যই বলে গেলেন দুই হেভিওয়েট প্রার্থী। কিন্তু সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের বক্তব্য আর শুনলেন না তারা।

এদের একজন হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যবসায়ী নেতা আনিসুল হক। অন্যজন আরেক ব্যবসায়ী নেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল।

মতবিনিময় সভায় ইসির বক্তারা বক্তব্য দেওয়ার পর মেয়র প্রার্থীরা বক্তব্য রাখেন। তবে রেওয়াজ অনুযায়ী, সভাপতি হিসেবে ইসি সচিব সিরাজুল ইসলাম ও প্রধান অতিথির হিসেবে সিইসি সভা শেষে বক্তব্য দেয়ার কথা। কিন্তু নিজেদের বক্তব্য দেওয়ার পর প্রধান অতিথির বক্তব্য শুনার প্রয়োজন হল না তাদের। মতবিনিময় করতে এসে মত প্রকাশ করেই গেলেন। বিনিময় আর করলেন না!

মেয়র পদ প্রার্থীদের বক্তব্য শেষ হলে প্রথমে নিজের আসন ছেড়ে নাদের চৌধুরী বের হয়ে যান। যদিও পরে তিনি আবার ফিরে আসেন। এরপর জোনায়েদ সাকি বের হতে যেয়েও আর যাননি। দরজা থেকেই আবার ফেরত আসেন। এসময় একযোগে সব প্রার্থী বের হয়ে যেতে উদ্যত হলে ইসি সচিব সিরাজুল ইসলাম লাউড স্পিকারে বলতে থাকেন, দয়াকরে আপনারা যাবেন না। সিইসি মহোদয়ের বক্তব্য এখনো বাকি রয়েছে।
 
এরইমধ্যে বের বের হয়ে যান আনিসুল হক ও তাবিথ আউয়াল। তাদের পেছন পেছন বের যান বাহাউদ্দিন আহমেদ বাবুল ও মোযাজ্জেম হোসেন খান মজলিশ।
 
এ ঘটনায় ‍কাউন্সিলর প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অনেকে বলতে থাকেন-এ কেমন শিষ্টাচার! যাদের আমরা অনুসরণ করব, তারাই কিনা চলে গেলেন। শুধু কি তবে বলতেই এসেছিলেন তারা।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইসি কর্মকর্তা বলেন, একজন মেয়র প্রার্থীর কাছ থেকে এমন অশোভন আচরণ কাম্য নয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য না শুনে যাওয়াটা কোনো সৌজন্যতার মধ্যে পড়ে না।
 
ডিএনসিসি নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী ১৬ জন, কাউন্সিলর প্রার্থী ২৮০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৯ জন প্রার্থী লড়ছেন।

আগামী ২৮ এপ্রিল এ নির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
 
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘন্টা, ১২ এপ্রিল, ২০১৫
ইইউডি/এসকেএস/কেজেড

** খোকনের ১৫ দফা, আব্বাসে আশাবাদী আফরোজা
** সেনা মোতায়েনসহ প্রচারণায় সমান সুযোগ চান প্রার্থীরা
** আইনভঙ্গকারীদের ছাড় না দেওয়ার ঘোষণা সিইসির
** সিইসির সঙ্গে বৈঠকে সেনা মোতায়েনের দাবি প্রার্থীদের
** ডিসিসি উত্তরের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন সিইসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।