ঢাকা: নাগরিক সমস্যার সমাধানে দুর্নীতি আর অপচয় মুক্ত নগর-সরকার গড়ার অঙ্গীকার নিয়ে চিড়িয়াখানা-গুদারাঘাট এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা (উত্তর) সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকি।
রোববার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে নির্বাচনী প্রচারকর্মীদের সঙ্গে নিয়ে মিরপুর চিড়িয়াখানা থেকে গুদারাঘাট পর্যন্ত এলাকার পথে পথে নাগরিকদের মাঝে প্রচারণা চালান তিনি।
এই দীর্ঘ পথ মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের পরামর্শ, অভিযোগের কথা শোনেন গণসংহতি আন্দোলন সমর্থিত এই প্রার্থী।
এ সময় তার সঙ্গে ছিলেন শ্রমিক নেতা বাচ্চু ভূঁইয়া, অ্যাডভোকেট জান্নাতুল মরিয়ম, প্রকৌশলী মাহবুব সুমন, ছাত্র ফেডারেশন এর সাবেক সভাপতি প্রবীর সাহাসহ স্থানীয় বিশিষ্ট নাগরিকরা।
এর আগে সকাল ১১টায় নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন জোনায়েদ সাকি।
পচারাভিযান চলাকালে জোনায়োদ সাকি উপস্থিত সাংবাদিকদের বলেন, গ্যাস-পানি-বিদ্যুৎ আলাদা আলাদা কর্তৃপক্ষের হাতে থাকার কারণে অপচয় আর দুর্নীতির মাত্রা বহুগুণ বৃদ্ধি পাচ্ছে।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হলে নগর-সরকার প্রতিষ্ঠা করে এই অবস্থার নিরসনের সর্বোচ্চ উদ্যোগ নেবেন বলেও জানান জোনায়েদ সাকি।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
বিজ্ঞপ্তি/এমজেএফ/