সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়েছে শিবির কর্মীরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে আনিসুর রহমান আনিস (১৮) নামে এক শিবির কর্মী নিহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) ভোর পৌনে ছয়টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি এলাকায় এ ঘটনা ঘটে।
আনিস সিরাজগঞ্জ শহরের মওলানা ভাসানী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রোববার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার লিমন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছয় ছাত্রকে আটক করে পুলিশ। এ সময় ছাত্রদের কক্ষ থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রাবাসের মালিক লিমন হোসেনকে আটক করা হয়। তাকে আটকের সময় ছাত্রাবাসের অন্য ছাত্ররা পুলিশের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এতে শিবির কর্মী আনিস গুলিবিদ্ধ হয়।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর পৌনে ছয়টার দিকে তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. ফয়সাল আহম্মেদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫/আপডেট: ১১১০ ঘণ্টা
আরএ