ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের অনুপস্থিতিতে তার স্ত্রী আফরোজা আব্বাস ষষ্ঠদিনের মতো প্রচারণায় নেমেছেন।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর ফকিরাপুল কাঁচা বাজার, আরামবাগ, পানির ট্যাংকি গলি, মতিঝিল, দৈনিক বাংলা, নটরডেম কলেজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি।
প্রচারণার সময় পথসভায় তিনি বলেন, আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। মানুষের মধ্যে ভোটের ব্যাপারে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে। তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি।
আফরোজা আব্বাস বলেন, আমরা কিছু কিছু জায়গায় বাধার সম্মুখীন হচ্ছি। তবে নিয়মিত নির্বাচন কমিশনে অভিযোগ দিচ্ছি। আশাকরি আর সমস্যা থাকবে না।
তিনি আরও বলেন, নেতাকর্মীদের নামে মামলা থাকায় সব পালিয়ে বেড়াচ্ছে। এ কারণে আমরা সবাইকে প্রচারণায় পাচ্ছি না। তবে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা আছেন প্রচারণায় থাকছেন।
প্রচারণার সময় মির্জা আব্বাসের বক্তব্যসহ একটি লিফলেট ও নির্বাচনী প্রচারের একটি লিফলেট সবাইকে দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এমএম/এএ