খুলনা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও আলবদর কমান্ডার মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে খুলনায় মাঠে নেই দলটির নেতা-কর্মীরা।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত হরতালের পক্ষে খুলনায় কোনো পিকেটিং কিংবা মিছিল হয়নি।
হরতাল চললেও নগরীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি অফিস রয়েছে খোলা। বিপণিবিতান, ব্যবসা প্রতিষ্ঠানেও চলছে জমজমাট বৈশাখী বেচাকেনা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বলেন, আইশৃঙ্খলা বাহিনীর কঠোরতার কারণে জামায়াত শিবির হরতালে মাঠে নামতে পারেনি।
তিনি জানান, নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীতে দুই প্লাটুন বিজিবি ও দেড় হাজার পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এমজেএফ