ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

দুই জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
দুই জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স করছেন দুই জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে।
 
সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে বেলা সোয়া ১২টার পর মন্ত্রিসভা কক্ষ থেকে নাটোর ও ফেনী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন তিনি।


 
এছাড়া ভিডিও কনফারেন্সে সংযুক্ত রয়েছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগীয় কমিশনার অফিস, চাঁপাইনবাবগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ ও চাঁদপুর জেলা অফিস।
 
সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা অফিসের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় সংসদ সদস্যদের সাথে সরাসরি কথা বলছেন প্রধানমন্ত্রী। জেলাগুলোর উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।