ঢাকা: আগাম জামিন চাইতে হাইকোর্টে এসেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও নগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের কক্ষে অবস্থান নিয়ে আছেন।
তিনটি মামলায় মির্জা আব্বাসের আগাম জামিনের আবেদনের শুনানি হবে সোমবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায়। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনগুলোর শুনানি হবে।
শুনানির জন্য বেলা সাড়ে বারোটার দিকে অনেকটা গোপনে হাইকোর্টে আসেন মির্জা আব্বাস। গ্রেফতার এড়াতে তিনি অবস্থান নিয়ে আছেন খন্দকার মাহবুবের কক্ষে।
মির্জা আব্বাসের জামিন শুনানি হওয়ার কথা ছিল সকালেই। তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন অন্য বেঞ্চে খালেদা জিয়ার তিন মামলার রুল শুনানি থাকার কথা উল্লেখ করে দুপুরে শুনানির আবেদন জানান। পরে আড়াইটায় শুনানির সময় নির্ধারণ করে দেন হাইকোর্ট।
রোববার (১২ এপ্রিল) আবেদনগুলো উপস্থাপন করেন খন্দকার মাহবুব হোসেন।
বাসে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগ ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন থানায়, একই বছরের ৬ মার্চ প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের পক্ষ থেকে শাহবাগ থানায় এবং বিস্ফোরক আইনে চলতি বছরের ৪ জানুয়ারি মতিঝিল থানায় দায়ের করা তিন মামলায় এ আগাম জামিনের আবেদন করা হয়েছে।
তবে মির্জা আব্বাসের বিরুদ্ধে বর্তমানে ৩৭টি মামলা রয়েছে বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন।
গত ৭ এপ্রিল সিটি নির্বাচনের প্রার্থীদের আগাম জামিন চেয়ে হাইকোর্টের একই বেঞ্চে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
ওইদিন খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, কিছু সময় ধরে আগাম জামিন দিচ্ছেন না হাইকোর্ট। আমরা আদালতে বলেছি, যারা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে নির্বিঘ্নে প্রচারণার জন্য অন্তত নির্বাচনের দিন পর্যন্ত যেন আগাম জামিন দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এমইএস/এএসআর
** হাইকোর্টে মির্জা আব্বাসের আগাম জামিন শুনানি দুপুর আড়াইটায়