ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে হরতালেও স্বাভাবিক জনজীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
রাজশাহীতে হরতালেও স্বাভাবিক জনজীবন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও আলবদর কমান্ডার মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পর সোমবার (১৩ এপ্রিল) দেশব্যাপী জামায়াতের ডাকা হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি রাজশাহীতে।

সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে জামায়াতের হরতাল।

যার ফলে রাজশাহীর জনজীবন রয়েছে স্বাভাবিক।

সকাল থেকে রাজশাহী-ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল করছে। স্বাভাবিক রয়েছে আন্তঃজেলা রুটের বাস চলাচলও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহানগরের সাহেব বাজার জিরোপয়েন্ট, গোরহাঙ্গা রেলগেট, শিরোইল বাস টার্মিনাল এলাকায় যানজট লক্ষ্য করা গেছে।

সকালে রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস, খুলনাগামী কপোতক্ষ, বরেন্দ্রসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ও লোকাল মেইল ট্রেনগুলোকে যথাসময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে দেখা গেছে।

রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতেখার আলম জানিয়েছেন, হরতালকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এসএস/এসইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।