ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
সিটি নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেও জামায়াত-বিএনপি নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এ মানববন্ধনের আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, এই নির্বাচনে পেট্রোল বোমা বাহিনীর প্রার্থীদের জনগণ লালকার্ড দেখাবে। সিটি নির্বাচনের মাধ্যমে জনগণ ফয়সালা করবে,  দেশে হরতাল-অবরোধ থাকবে কি-না? যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা উড়বে কি-না? পেট্রোল বোমা অব্যাহত থাকবে কি-না?
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধিক্কার জানিয়ে হাছান মাহমুদ বলেন, পেট্রোল বোমায় আহতদের দেখে বিদেশিরা কাঁদলেও, তিনি (খালেদা) কাঁদলেন না।

সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, পেট্রোল বোমা হামলার প্রত্যক্ষ মদতদাতা মির্জা আব্বাসকে জনগণ লালকার্ড দেখাবে।

পেট্রোল বোমার অর্থায়নকারী মিন্টুর ছেলে তাবিথ আউয়াল এবং মঞ্জুর আলমকেও জনগণ লালকার্ড দেখাবে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
আইএএ/আইএ/টিআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।