ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

আ’লীগের উপদেষ্টা হলেন বজলুল হক ও ব্যারিস্টার শফিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
আ’লীগের উপদেষ্টা হলেন বজলুল হক ও ব্যারিস্টার শফিক

ঢাকা: প্রফেসর খন্দকার বজলুল হক ও ব্যারিস্টার শফিক আহমেদকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাদের মনোনীত করেছেন।



ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৮-২০১৩ সেশনে আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন। প্রফেসর খন্দকার বজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও অগ্রণী ব্যাংক লিমিটেড’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এসইউজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।