ঢাকা: প্রফেসর খন্দকার বজলুল হক ও ব্যারিস্টার শফিক আহমেদকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাদের মনোনীত করেছেন।
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৮-২০১৩ সেশনে আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন। প্রফেসর খন্দকার বজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও অগ্রণী ব্যাংক লিমিটেড’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এসইউজে/এএ