ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ আইন-শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, প্রার্থীরা যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে যেন হয়রানি না করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, কোনোভাবেই ভোটকেন্দ্রে বেআইনি কাজ করতে দেওয়া যাবে না। ভোটাররা যাতে সুষ্ঠুভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। বিশৃঙ্খলায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।
প্রার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, ভোটকেন্দ্রে সুব্যবস্থা থাকবে। প্রার্থী, এজেন্ট এবং মিডিয়া ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে। ভোটকেন্দ্রেই ভোটের ফলাফল ঘোষণা করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ও সুরক্ষা থাকবে।
সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী ১৯ এপ্রিল আইন-শৃঙ্খলা বাহিনীর মিটিং রয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে, সেনাবাহিনী মোতায়েন করা হবে কি-না।
তিনি বলেন, কালো টাকা এবং পেশিশক্তি শক্তভাবে দমন করা হবে। কালো টাকা ও পেশিশক্তি দমনে পদক্ষেপ নেওয়া হয়েছে। সে লক্ষ্যেই এবার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রার্থীদের ২ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রার্থীদের উদ্দেশ্য করে রকিব উদ্দীন বলেন, আপনারা আইন ভেঙ্গে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। আশা করি, জনগণের রায় মাথা পেতে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন। ঢাকা নগরীতে বহু প্রতিক্ষিত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল প্রার্থীকে ভোটারদের রায় মেনে নেওয়ার সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে হবে।
সিইসি ইচ্ছা পোষণ করে বলেন, আমরা এমন একটা দিনের অপেক্ষা করছি যেদিন কোনো সশস্ত্র বাহিনীর দরকার হবে না। এমনকি কোনো ম্যাজিস্ট্রেটেরও দরকার হবে না। এর আগে ছয়টি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকল প্রার্থীই জনগণের রায় মাথা পেতে নিয়েছেন। এজন্য সবাইকে ধন্যবাদ জানান সিইসি।
তিনি আরও বলেন, কোনো প্রার্থী যদি হলফনামায় মিথ্যা তথ্য দেন তার পরিত্রাণ নেই। আগে ও পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারো মুখ চেয়ে দেখবো না। মিথ্যা তথ্য দিলে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠান করতে কাউকে ছাড় দেওয়া হবে না।
ইসি কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, নির্বাচনে আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। যেন সকলে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
** ‘ফৌজদারি মামলা থাকলে প্রার্থীকে আইনের হাতে সোপর্দ’
** দক্ষিণের প্রার্থীদের সঙ্গে ইসির মতবিনিময় শুরু
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘন্টা, এপ্রিল ১৩, ২০১৫
এমআইএস/আরইউ/এএসআর