ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

কামারখন্দে বিএনপি-জামায়াতের ৫ কর্মী গ্রেফতার

afsana ripa | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
কামারখন্দে বিএনপি-জামায়াতের ৫ কর্মী গ্রেফতার

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের বানিয়াগাঁতীতে ট্রাক ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টায় জড়িত অভিযোগে বিএনপি- জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার (১৩ এপ্রিল) ভোরে কামারখন্দ উপজেলার বানিয়াগাঁতীতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।



গ্রেফতারকৃতরা হলেন-কামারখন্দ উপজেলার বানিয়াগাঁতী গ্রামের হোসেন আলীর ছেলে শিবির কর্মী হযরত আলী (১৮), জামায়াত কর্মী রেজাউল ইসলাম (৩০), বিএনপি কর্মী আছাব আলী শেখের ছেলে আব্দুল মান্নান শেখ (৩৫), সাত্তার সরকারের ছেলে সোহরাব সরকার (৩৩) ও সানাউল্লাহর ছেলে আসাদুল ইসলাম (৩৮)।
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুদ্দিন বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহাসড়কে ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।