ঢাকা: ছেলের হয়ে প্রচারণা ও গণসংযোগ করছেন ২০ দল সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের মা নাসরিন আউয়াল।
রোববার (১৩ এপ্রিল) সকালে গুলশানের কালাচাঁদপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তিনি।
সোমবার কালাচাঁদপুরের দোকানগুলোতে ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের কাছে ছেলের জন্য নাসরিনকে ভোট চাইতে দেখা যায়।
এ সময় তিনি বলেন, আমরা মানুষের সেবায় বিভিন্ন ধরনের কাজ করেছি। আমার ছেলে মেয়র হলে সাধারণ মানুষের জীবন-জীবিকার সুযোগ আরও বাড়াবে। তাকে সে সুযোগ দিন। আপনারা তাকে দোয়া করবেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর সহধর্মীনি ও উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল বলেন, তাবিথের পক্ষে সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এসকেএস/জেডএস