ময়মনসিংহ: আলবদর কমান্ডার কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদে ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ময়মনসিংহে ঝটিকা মিছিল করে শিবির নেতাকর্মীরা।
দলীয় সূত্র জানায়, সোমবার সকালে ময়মনসিংহ শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে শহরের নতুন বাজার এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের হয়।
এ সময় জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ, শহর শিবিরের সাংগঠনিক সম্পাদক খন্দকার আবু হানিফসহ গুটিকয়েক শিবির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জানা গেছে, জামায়াত-শিবিরের ডাকা হরতালে ময়মনসিংহের জনজীবনে কোনো প্রভাব পড়েনি। ময়মনসিংহ-ঢাকা, ময়মনসিংহ-শেরপুর, ময়মনসিংহ-কিশোরগঞ্জসহ সব মহাসড়কে দুরপাল্লার যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে যথারীতি আগের মতোই তীব্র যানজট লক্ষ্য করা গেছে। পুরোমাত্রায় সচল ময়মনসিংহ-ঢাকা, ময়মনসিংহ-জামালপুর রুটের ট্রেন চলাচল।
সূত্র জানায়, সকাল বেলায় পুরনো ব্যানারে কোনমতে দৌঁড়ের উপর শিবির ঝটিকা মিছিল করলেও শহরের অন্য কোথাও তাদের কোনো তৎপরতা বা অবস্থানের খবর জানা যায়নি। নিজেরাই ছবি তুলে কয়েক গজের ঝটিকা মিছিল করেই মাঠ থেকে পাততাড়ি গুটিয়ে নেয় তারা। এ নিয়েও শহরবাসীর মাঝে হাস্যরসের সৃষ্টি হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১০টার পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জমানের ফাঁসি কার্যকর করা হয়। পরে তার মরদেহ ময়মনসিংহের শেরপুর উপজেলা তারই নির্মিত এতিমখানার পাশে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা এপ্রিল ১৩, ২০১৫
বিএস