ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

বর্ষবরণে আ’লীগের কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
বর্ষবরণে আ’লীগের কর্মসূচি

ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪২২ বরণ উপলক্ষে ১ বৈশাখ, মঙ্গলবার (১৪ এপ্রিল ২০১৫) সকাল ৮টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগ এ শোভাযাত্রার ব্যবস্থাপনায় থাকবে।



একই দিন সকাল সাড়ে ১০টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতা, উপদেষ্টা পরিষদ, মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন।

এছাড়াও পহেলা বৈশাখ বর্ষবরণ উপলক্ষে আওয়ামী লীগের সব শাখা সংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। দেশব্যাপী অনুষ্ঠেয় এসব কর্মসূচি বাস্তবায়নে নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের সব স্তরের নেতা-কর্মীদের অনুরোধ জানানো হয়েছে।

সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের শুভেচ্ছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বার্তায় বাংলা নববর্ষ-১৪২২ উপলক্ষে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে বলেন, আসুন জাতীয় অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে সব সঙ্কীর্ণ ভেদাভেদ ভুলে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জেগে উঠি, দিনবদলের সংগ্রামে ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তুলি। বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলার সংগ্রামে নবজাগরণ সৃষ্টি করি; গড়ে তুলি বাঙালি জাতির আলোকজ্জ্বল ভবিষ্যত।

তিনি আরও বলেন, আসুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সূচিত উন্নয়নের ধারা বেগবান করি। নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক, যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পন্ন ও সুশাসন প্রতিষ্ঠা করে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে সার্থকরূপে বাস্তবায়ন করা।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এসইউজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।