ময়মনসিংহ: ‘পহেলা মে’ মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহে শ্রমিক সভা করবে জেলা শ্রমিক লীগ।
সোমবার (১৩ এপ্রিল) জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আওলাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওইদিন রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিতব্য সমাবেশে ব্যাপক জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতিও নেওয়া হচ্ছে, জানান তিনি।
সভায় ধর্মমন্ত্রী মতিউর রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
আওলাদ হোসেন বলেন, মহান মে দিবসের শ্রমিক সভা সফল করতে আগামী ১৭ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা ৭টায় শহরের শিববাড়ি রোড জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শ্রমিক লীগের সভা পূর্ববর্তী জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এটি/