ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার নয়াপল্টনে যাচ্ছেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
মঙ্গলবার নয়াপল্টনে যাচ্ছেন খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) নয়াপল্টনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
 
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে তার প্রেসইউং কর্মকর্তা সায়রুল কবীর খান বাংলানিউজকে এ তথ্য জানান।


 
তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষ পালন করবে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ।
 
এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে তারা।
 
ওই অনুষ্ঠানে যোগ দিতে বিকেল ৪ টায় নয়াপল্টনে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সঙ্গে দলের শীর্ষ পর‌্যায়ের কয়েকজন নেতাও থাকবেন।
 
গত ৩ জানুয়ারি থেকে টানা ৯২ দিন গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান শেষে ৫ এপ্রিল আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরেন খালেদা জিয়া।
 
এর পর ৭ এপ্রিল ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে বনানী কবরস্থানে যান তিনি।
 
ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ‘আদর্শ ঢাকা গড়া আন্দোলন’-এর ব্যানারে অংশ নেওয়া বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পরিচিয় করিয়ে দিতে সোমবার (১৩ এপ্রিল) ইনস্টিটউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে যাওয়ার কথা ছিলো খালেদা জিয়ার।
 
কিন্তু কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে জোট শরিক জামায়াত সোমবার দেশব্যাপী হরতাল ডাকায় ‘আদর্শ ঢাকা গড়া আন্দোলন’ তাদের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এজেড/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।