ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের আগাম জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে দুই মামলায় মির্জা আব্বাসের জামিন শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ।
তিনি বাসায় যাবেন এবং আদেশের দিন হাইকোর্টে আসবেন। এ সময়ের মধ্যে তিনি কোথাও যেতে পারবেন না, নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না বলেও আদেশ দেন আদালত।
জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন।
শুনানির জন্য বেলা সাড়ে বারোটার দিকে অনেকটা গোপনে হাইকোর্টে আসেন মির্জা আব্বাস। গ্রেফতার এড়াতে তিনি অবস্থান নেন খন্দকার মাহবুবের কক্ষে।
মির্জা আব্বাসের জামিন শুনানি হওয়ার কথা ছিল সকালেই। তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন অন্য বেঞ্চে খালেদা জিয়ার তিন মামলার রুল শুনানি থাকার কথা উল্লেখ করে দুপুরে শুনানির আবেদন জানান। পরে আড়াইটায় শুনানির সময় নির্ধারণ করে দেন হাইকোর্ট।
রোববার (১২ এপ্রিল) জামিনের আবেদনগুলো উপস্থাপন করেন খন্দকার মাহবুব হোসেন।
বাসে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগ ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন থানায় এবং বিস্ফোরক আইনে চলতি বছরের ৪ জানুয়ারি মতিঝিল থানায় দায়ের করা তিন মামলায় এ আগাম জামিনের আবেদন করা হয়েছে।
তবে মির্জা আব্বাসের বিরুদ্ধে বর্তমানে ৩৭টি মামলা রয়েছে বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন।
গত ৭ এপ্রিল সিটি নির্বাচনের প্রার্থীদের আগাম জামিন চেয়ে হাইকোর্টের একই বেঞ্চে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
ওইদিন খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, কিছু সময় ধরে আগাম জামিন দিচ্ছেন না হাইকোর্ট। আমরা আদালতে বলেছি, যারা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে নির্বিঘ্নে প্রচারণার জন্য অন্তত নির্বাচনের দিন পর্যন্ত যেন আগাম জামিন দেওয়া হয়।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, পল্টন এবং মতিঝিল থানায় পুলিশের দুই মামলায় আজকে (সোমবার) মির্জা আব্বাসের শুনানি শেষ হয়েছে। বুধবার এ বিষয়ে আদালত আদেশ দিবেন।
বুধবার ( ১৫ এপ্রিল) পর্যন্ত মির্জা আব্বাস নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না বলেও জানান তিনি।
মির্জা আব্বাসের আইনজীবী খন্দকার মাহবুব বলেন, ১৫ দিনের জন্য আদালতের কাছে জমিন আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে বুধবার আদেশের দিন ধার্য করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এমইএস/টিআই/এএসআর
** মির্জা আব্বাস হাইকোর্টে
** হাইকোর্টে মির্জা আব্বাসের আগাম জামিন শুনানি দুপুর আড়াইটায়