আশুলিয়া (ঢাকা): জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সাভারের আশুলিয়া ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার গাজীরচট এলাকায় ঝটিকা মিছিল ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
মানবতা বিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১০টার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়ার প্রতিবাদে সোমবার (১৩ এপ্রিল) সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে জামায়াত।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, জামায়াত নেতা কামারুজ্জামানকে ফাঁসি দেওয়ার প্রতিবাদে জামায়াত শিবিরের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করে এসময় তারা মহাসড়কে চলাচলরত বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একটি ককটেলসহ শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসষ্ট্যান্ডে চলাচলের সময় সাভারের যুবলীগ নেতা শাহিন মণ্ডলের একটি প্রাইভেটকারে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেছে সাভার থানা জামায়াত নেতাকর্মীরা।
শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোস্তফা কামাল। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামালা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
বিএস