ঢাকা: জাতীয় পার্টি যে কর্মসংস্থান সৃষ্টি করে দিয়ে গেছে তারপর আর দেশে নতুন কোনো কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার (১৩ এপ্রিল) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী সংহতি পরিষদের ওয়ার্কচার্জ কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, দেশের শ্রমিকরা এখন নানা সমস্যায় জর্জরিত হয়ে মানবেতর জীবন-যাপনে বাধ্য হচ্ছে। শ্রমিকরা বেকার হচ্ছে, কিন্তু নতুন কোনো কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না।
জাতীয় পার্টির শাসনামল শ্রমিকদের জন্য স্বর্ণযুগ ছিল মন্তব্য করে তিনি বলেন, একমাত্র জাতীয় পার্টিই শ্রমিক সমাজের স্বার্থরক্ষা করতে পারে।
এ সময় ওয়ার্কচার্জ কর্মচারীদের পেনশনভুক্ত করার দাবির সঙ্গে একমত পোষণ করে তা মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী সংহতি পরিষদের সভাপতি সৈয়দ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
আরইউ/আরএম/