রংপুর: একাত্তরের আলবদর কমান্ডার ও জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় রংপুরে আনন্দ মিছিল করেছে কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মিছিলটি কলেজ ক্যাম্পাস ঘুরে নগরীর লালবাগ মোড়ে এসে ছাত্র সমাবেশ করে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ফখরুল হাসান লিউ।
কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউর রহমান রাফির সভাপতিত্বে সমাবেশে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন, মহানগর ছাত্রলীগের সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ আসিফ, কারমাইকেল কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মিয়া, রংপুর সরকারি কলেজ শাখার আহ্বায়ক সফিয়ার রহমান স্বাধীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এটি/