কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, জামায়াত ইসলামীর গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে সোমবার গভীররাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
নাঙ্গলকোট থানার উপ পরিদর্শক (এসআই) বাশার খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাকে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এসএইচ