ঢাকা: ব্যালটের মাধ্যমে জনগণকে বিএনপির সহিংসতার জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাঈদ খোকন।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সাঈদ খোকন নির্বাচনী এলাকার পশ্চিম মাদেরটেক, দক্ষিণ বাসাবো, পশ্চিম বাসাবো এবং মুগদা এলকায় গণসংযোগ করার সময় তিনি একথা বলেন।
গণসংযোগে তিনি মাদারটেক আবদুল আজিজ স্বুল অ্যান্ড কলেজ মাঠে এক কর্মীসভায় অংশ নেন তিনি।
কর্মীসভায় টাঙানো ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর রঙিন ছবি ব্যবহার করা হয়। যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধির ৬এর২(ঙ) ধারায় উল্লেখ আছে, ‘নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থী নিজের ছবি ও প্রতীক ব্যতীত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বা ছবি ছাপাতে কিংবা ব্যবহার করতে পারবেন না। তবে শর্ত থাকে যে, কোনো প্রার্থী প্রতীক ব্যবহার বা প্রদর্শনের জন্য একাধিক রং ব্যবহার করিতে পারবেন না।
কর্মীসভায় সাঈদ খোকন বলেন, আন্দোলনের নামে বিএনপি গত তিন মাসে দেশব্যাপী যে সহিংসতা চালিয়েছে, সেই সহিংসতার জবাব ২৮ এপ্রিল ব্যালটের মাধ্যমে আপনাদের দিতে হবে। তিনি বলেন, ঢাকার সঙ্গে আমাদের অর্ধশতাব্দীর বন্ধনের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সমর্থন দিয়েছেন। এটা আমাকে শুধু নয়, আপনাদের প্রত্যেককে সমর্থন দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকে মেয়রপ্রার্থী। আপনারা নেত্রীর এই সমর্থনকে কাজে লাগাবেন আশা করি।
কর্মী সভায় সাঈদ খোকনের নির্বাচনী সমন্বয়ক আবদুর রাজ্জাক বলেন, এ নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার সকল সহিংসতার জবাব দিতে হবে জনগণকে। ভোটের মাধ্যমে সাঈদ খোকনকে বিজয়ী করতে হবে। এ বিজয় হবে আওয়ামী লীগের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদেরকে প্রতি ঘরে ঘরে যেতে হবে। আর আমাদের দলীয় প্রার্থী সাঈদ খোকনের পক্ষে ভোট চাইতে হবে।
শেখ হাসিনা হাল ধরেছেন, সাঈদ খোকন পাল ধরেছেন। বিজয় আমাদের হবেই, যোগ করেন ড. রাজ্জাক।
স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, ঢাকা সিটিতে সাঈদ খোকন বিজয়ী হলে আমাদেরই কাজের সুবিধা হবে। এ সময় মির্জা আব্বাসকে ইঙ্গিত করে তিনি বলেন, সাঈদ খোকন ছাড়া অন্যপ্রার্থী যারা সরকারকে অবৈধ মনে করে, তারা বিজয়ী হলে কীভাবে সরকারের কাছ থেকে উন্নয়নমূলক কাজের জন্য অর্থ আনবে?
সবুজবাগ থানা নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক আলতাফ হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, সদস্য সুজিত রায় নন্দী, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী প্রমুখ।
কর্মী সভা শেষে পশ্চিম মাদেরটেক, দক্ষিণ বাসাবো, পশ্চিম বাসাবো এবং মুগদাসহ বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন সাঈদ খোকন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ২০ প্রার্থী, কাউন্সিলর পদে ৩৮৬ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৯৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এসইউজে/বিএস