ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

চারুকলায় বৈশাখ-বরণ প্রস্তুতি দেখলেন তাবিথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
চারুকলায় বৈশাখ-বরণ প্রস্তুতি দেখলেন তাবিথ তাবিথ আউয়াল

ঢাকা: বৈশাখ বরণের উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে বৈশাখী আয়োজন পরিদর্শন করলেন মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

সোমবার (১৫ এপ্রিল) চতুর্থদিনের মতো গণসংযোগে নামেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত এ প্রার্থী।

সন্ধ্যায় চারুকলার আয়োজন দেখতে যান তিনি।

এদিন দুপুরে মিরপুর শাহ আলী মাজার জিয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু করেন তাবিথ। মাজার জিয়ারত শেষে পাশেই কাঁচাবাজার এলাকায় গণসংযোগ করেন। এরপর বিকেল পর্যন্ত ঢাকা উত্তর ৮ নম্বর ওয়ার্ড, মিরপুর-১০ ও কাফরুল এলাকায় গণসংযোগ করে ভোট ও দোয়া চান। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় নেতাকর্মীরা।

প্রচারণার বিভিন্ন সময়ে তাবিথ আউয়াল বলেন, ‘নতুন প্রজন্ম-নতুন ঢাকা’ নগরবাসীর এই কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে আমরা ‘আদর্শ ঢাকা আন্দোলন’ এর চ্যালেঞ্জ নিয়েছি।
 
তিনি বলেন, ঐতিহ্যবাহী ঢাকা শহরকে স্নিগ্ধ, কর্মচঞ্চল, আধুনিক, রূপসী বাংলার মডেল বা আরশী নগর হিসাবে গড়ে তোলার স্বপ্ন আমি দেখেছি।

তিনি বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হলে বর্জ্য ব্যবস্থপনা, পানি-বিদ্যুৎ-জ্বালানি, অবকাঠামো, নগর পরিবেশ, জননিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন অগ্রাধিকার পাবে।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ২০ দল সমর্থিত এই মেয়র প্রার্থী বলেন, প্রার্থী ও কর্মী-সমর্থকরা যাতে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারে সে ব্যাপারে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নিচ্ছে না।

তার মা নাসরিন আউয়ালও বিভিন্ন এলাকায় ছেলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এসকেএস/আরআই







বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।