ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে বৈঠকে আইনজীবী-পেশাজীবী নেতারা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
খালেদার সঙ্গে বৈঠকে আইনজীবী-পেশাজীবী নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন প্রায় ৩০ সদস্য বিশিষ্ট আইনজীবী ও পেশাজীবী সদস্যদের একটি প্রতিনিধি দল।

সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টায় চেয়ারপারসনের গুলশান বাসায় এ বৈঠক শুরু হয়।



এর আগে আইনজীবী ও পেশাজীবী সমিতির নেতারা খালেদা জিয়ার গুলশানের বাসায় প্রবেশ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন- সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ‍অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অধ্যাপক ড. এমাজ উদ্দিন, ড. জাফর উল্লাহ চৌধুরী প্রমুখ।    

বৈঠকে সিটি করপোরেশন নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের কিভাবে জামিনের ব্যবস্থা করা যায় এ বিষয়ে আলোচনা হবে। এছাড়া নির্বাচনে কিভাবে দলীয় প্রার্থীদের বিজয়ী করা যায় এ ব্যাপারেও আলোচন‍া হবে বলে সূত্র জানিয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ২০ প্রার্থী, কাউন্সিলর পদে ৩৮৬ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৯৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫/আপডেট ২২০০ ঘণ্টা 
এমএম/বিএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।