ঢাকা: দেশে এখন আর কোনো অবরোধ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।
সোমবার (১৩ এপ্রিল) রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনে তার সঙ্গে জ্যেষ্ঠ আইনজীবী ও পেশাজীবীদের নিয়ে বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অবরোধ কর্মসূচি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এ জ্যেষ্ঠ সদস্য বলেন, এখন ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি কর্পোরেশন এবং বার কাউন্সিলের নির্বাচন নিয়ে আমরা ব্যস্ত আছি। দেশে এই মহূর্তে অবরোধ আছে কিনা এটা আপনারা অ্যানালাইসিস (বিশ্লেষণ) করেও বের করতে পারবেন। যেমন অবরোধ নাই!
এ সময়ে সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের বিশ্লেষণে তো অবরোধ নেই’, জবাবে জমিরউদ্দিন সরকার বলেন, এটা বললে অসুবিধা কী? এটা তো আপনারাও (সাংবাদিকরা) জানেন। কাজেই আমাদের মুখ থেকে এটা শুনতে হবে? অ্যানালাইসিস করলেই বোঝা যায়।
‘অবরোধ তো আপনাদের ডাকা, আর আপনাদের বক্তব্যই আমরা তুলে ধরি’-সাংবাদিকদের এ কথার প্রত্যুত্তরে বিএনপির প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, আজকে গাড়ি জ্বালালো অন্য লোক কিন্তু দোষটা আমাদের ওপর আসছে। আপনারা তো এটা বিশ্বাস করছেন না, লিখছেন না এবং প্রচারও করছেন না। ইলেকশন হবে। স্ট্রাইক (অবরোধ) তো নাই...। প্রতিটি নির্বাচনে জনসমর্থন আছে বিএনপির পক্ষে।
এসময় তিনি বলে ওঠেন, দেশে তো অবরোধ নেই, বিএনপিসহ ২০ দল এখন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ব্যস্ত আছে।
নির্দলীয় সরকারের অধীন অবিলম্বে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে গত ৫ জানুয়ারির পর থেকে ২০ দলীয় জোট যে অবরোধ কর্মসূচি পালন করে আসছে তা কার্যত জমিরউদ্দিন সরকারের এ কথার মধ্য দিয়েই উঠে গেল বলে মনে করা হচ্ছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ জানান, সামনে বার কাউন্সিল ও সিটি কর্পোরেশনের নির্বাচনে ম্যাডাম (খালেদা জিয়া) সকল আইনজীবীদের কাজ করার আহ্বান জানিয়েছেন।
এর আগে, রাত ৯টায় খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেন বিশিষ্ট আইনজীবী ও পেশাজীবীদের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল।
ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছাড়াও এ বৈঠকে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির যুগ্ম-মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপিপন্থি শিক্ষাবিদ অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. জাফরউল্লাহ চৌধুরী প্রমুখ।
সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের আইনজীবী ও পেশাজীবীদের এ বৈঠকে সিটি করপোরেশন নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের কীভাবে জামিনের ব্যবস্থা করা যায় এসব বিষয়ে আলোচনা হয়। এছাড়া নির্বাচনে কীভাবে দলীয় প্রার্থীদের বিজয়ী করা যায় এ ব্যাপারেও আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
একে/এইচএ/
** খালেদার সঙ্গে বৈঠকে আইনজীবী-পেশাজীবী নেতারা