সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলায় বুধবার (১৫ এপ্রিল) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির।
সোমবার (১৩ এপ্রিল) রাতে জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুদ্দিন স্বাধীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতাল ডাকা হয়।
রোববার (১২ এপ্রিল) রাতে শিবির কর্মীরা হামলা চালালে আত্মরক্ষার্থে পুলিশের ছোঁড়া গুলিতে সংগঠনটির আনিসুর রহমান আনিস নামে এক কর্মী নিহত হওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এইচএ/।