ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

বটমূলে শুভেচ্ছা জানিয়ে প্রচারণায় সাঈদ খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
বটমূলে শুভেচ্ছা জানিয়ে প্রচারণায় সাঈদ খোকন

ঢাকা: নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সপ্তম দিনের প্রচারণা শুরু করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে সহস্র নাগরিক কমিটি (আওয়ামী লীগ) সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল পৌনে ৭টায় রমনার বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে তিনি বাঙালি ও বাংলা ভাষাভাষীদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিয়ময় করেন।

এসময় সাঈদ খোকন বাঙালির ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের জন্য সবার কাছ থেকে সমর্থন চান।

দিনের কর্মসূচি অনুযায়ী সকাল ৮টায় বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর আওয়ামী লীগের শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন তিনি। সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় এবং বিকেল ৪টায় ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে (কার পার্কিং) বাংলার মুখের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, ১৪ এপ্রিল, ২০১৫
এসইউজে/একে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।