ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

বর্ষবরণ অনুষ্ঠানে নির্বাচনী প্রচার তাবিথের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
বর্ষবরণ অনুষ্ঠানে নির্বাচনী প্রচার তাবিথের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলা নববর্ষের দিনও থেমে নেই ঢাকা সিটি নির্বাচনে মেয়রপ্রার্থীদের প্রচার-প্রচারণা। বরং নব উদ্যোমে নেমেছেন তারা।



মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল পৌনে ৮টায় পঞ্চম দিনের প্রচারে নেমে উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালকে দেখা গেলো গুলশান পার্কে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে।

এ সময় অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে পারফরমার, দর্শক ও শ্রোতাদের কাছে ভোটও চান তাবিথ।

নির্বাচনী গণসংযোগের জন্য তিনি বৈশাখবরণের অনুষ্ঠানগুলোতে যাচ্ছেন।

আগারগাঁও বিআইসিসিতে চ্যানেল আইর বর্ষবরণ অনুষ্ঠানেও যাবেন তিনি। সেখান থেকে যাবেন বারিধারা জিঙ্গেল বেলস স্কুলে। স্কুলের শিক্ষক ও অভিভাবকদের কাছেও ভোট চাইবেন তাবিথ।

পরে বনানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবিতে বর্ষবরণের আয়োজনে অংশ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে ভোট চাইবেন বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
এসকেএস/টিআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।