ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে যাচ্ছেন খালেদা, চলছে প্রস্তুতি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
নয়াপল্টনে যাচ্ছেন খালেদা, চলছে প্রস্তুতি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

ঢাকা: নববর্ষ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‍উপভোগ করতে মঙ্গলবার নয়াপল্টনে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদার আগমন উপলক্ষ্যে তাই চলছে প্রস্তুতির তোড়জোড়।

ইতোমধ্যেই কার্যালয়ের দোতলায় অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। দুপুর চারটায় নয়াপল্টনে পৌঁছাবেন খালেদা জিয়া।

তবে সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষ্যে পুলিশ কার্যালয়ের সামনের রাস্তায় মঞ্চ তৈরির অনুমতি দেয়নি বলে জানিয়েছে বিএনপি অফিসের একটি সূত্র। তাই কার্যালয়ের নিচতলার ফুটপাত জুড়ে অস্থায়ী মঞ্চ তৈরি করে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন জাসাসের শিল্পীরা।
 
ইতোমধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় বাদ্যযন্ত্র ও অন্যান্য সামগ্রী ট্রাকে করে কার্যালয়ের সামনে এনে রাখা হয়েছে। দুপুরে শুরু হবে মঞ্চ তৈরির কাজ।

এর আগে সোমবার বিকেলে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন মঙ্গলবার খালেদা জিয়ার নয়াপল্টনে আসবার কথা জানিয়েছিলেন।
 
আসাদুজ্জামান রিপন বলেন, 'আওয়ামী সভানেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এর অর্থ দাঁড়ায় দেশের প্রধান দু'টি দল অতীতের ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে পরস্পরের প্রতি শুভকামনা করেছেন। এই শুভকামনা থেকে আমরা বিশ্বাস করতে চাই-হিংসা বিদ্বেষের রাজনীতি পরিহার করার ক্ষেত্রে প্রধান দু'টি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় স্বার্থে একটি কার্যকর সমঝোতার নতুন পথেরও শুভ সূচনা ঘটবে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।