ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

শুক্রাবাদ-কলাবাগানে আফরোজা আব্বাসের গণসংযোগ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
শুক্রাবাদ-কলাবাগানে আফরোজা আব্বাসের গণসংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নববর্ষের দিন মঙ্গলবারও  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

মঙ্গলবার সকালে রাজধানীর শুক্রাবাদ,কলাবাগান,পান্থপথ, রাজাবাজার এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান আফরোজা আব্বাস।

এ সময় তিনি ভোটারদের হাতে মির্জা আব্বাসের ছবি সম্বলিত বিভিন্ন ধরণের পোস্টার তুলে দেন।

তার সঙ্গে ছিলেন স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুল লতিফ সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মির্জা আব্বাসের পক্ষে প্রচারণায় বাধাগ্রস্ত হচ্ছেন বলে এ সময় অভিযোগ করেন আফরোজা আব্বাস। তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা নির্বাচনী এলাকার বিভিন্ন দিকে প্রচারণায় নামলেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নানা ভাবে হয়রানি করছেন। এতে আমাদের প্রচারণায় বিঘ্ন ঘটছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।