ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক নির্বাচিত হলে বস্তির উন্নয়নে আরও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
গুলশানে কড়াইল বস্তিতে নির্বাচনী প্রচারণা শেষে তিনি বলেন, বস্তিতে অনেক সমস্যা রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে প্রচারণা শুরু করেন আনিসুল হক। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চ্যানেল আইয়ের বর্ষবরণ উৎসবে আসেন আনিসুল হক। এরপর কড়াইল বস্তির এরশাদ স্কুল মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই মেয়র প্রার্থী।
বস্তিবাসীর জন্য পৃথক আবাসস্থল করার চেষ্টাও থাকবে বলে জানান আনিসুল হক।
প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থী সমান সুযোগ পাচ্ছে না বলে কেউ কেউ অভিযোগ তুললেও আনিসুল হক বলেন, সবাই প্রচারণায় সমান সুযোগ পাচ্ছে। সবাই প্রচারণা করছে। এখন প্রচারণায় উৎসব পরিবেশ বিরাজ করছে।
তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড শুনতে ভাল লাগে, আমিও চাই লেভেল প্লেয়িং ফিল্ড থাকুক।
নির্বাচিত হলে যানজটমুক্ত রাজধানী গড়ার জন্য তার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান আনিসুল হক।
প্রচারণাকালে আনিসুল হকের স্ত্রী রুবানা হক, মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নূর তুষারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
এসএম/এমআইএইচ/আরআই