ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

দক্ষিণে আব্বাস,উত্তরে আনিসুলকে সমর্থন নাজমুল হুদার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
দক্ষিণে আব্বাস,উত্তরে আনিসুলকে সমর্থন নাজমুল হুদার ব্যারিস্টার নাজমুল হুদা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাস ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হককে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় জোটের প্রধান ও সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।

মঙ্গলবার বাংলানিউজকে ফোনে দক্ষিণে মির্জা আব্বাস ও উত্তরে আনিসুল হককে সমর্থন দেয়ার বিষয়টি জানান তিনি।



এছাড়া ‘বিএনপির কোমড়ে আর জোর থাকবে না’ শীর্ষক প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নাজমুল হুদা বলেন, কার কোমড়ে জোর থাকবে না তা সময়েই বলে দেবে।

তিনি আরও বলেন, যারা বর্তমানে দলে ( বিএনপি) আছে এবং যারা দল থেকে দূরে আছে তারা ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু নির্বাচন দেয়ার জন্য সরকারকে বাধ্য করবে। ওই নির্বাচনে বিএনপি পুনরায় ক্ষমতায় আসবে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।