ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি এরশাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি এরশাদের এইচ এম এরশাদ

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ।

পাশাপাশি তিনি বলেছেন, এটা কোনো ব্যক্তিগত নির্বাচন নয়, দলীয় নির্বাচন।

নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে।

নববর্ষ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির অয়োজনে আলোচনা সভায় একথা বলেন এরশাদ।

রাজনীতি নিয়ে এরশাদ বলেন, বর্তমানে খারাপ রাজনীতির মধ্যে আছি, অসুস্থ রাজনীতি বিরাজ করছে। একদল ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ পোড়াচ্ছে, আরেক দল ক্ষমতায় টিকে থাকতে যে কোনো কিছু করতে প্রস্তুত। জনজীবনের নিরাপত্তা নেই, রাস্তায় বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে নিশ্চয়তা নেই।

পহেলা বৈশাখ বাঙালির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমিই প্রথম নববর্ষের দিন ছুটি ঘোষণা করি।

জাতীয় পার্টির ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতির সভাপতিত্বে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৪
ইএস/এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।