ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

অভিনব প্রচারণা ঢাকা দক্ষিণের প্রার্থীদের

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
অভিনব প্রচারণা ঢাকা দক্ষিণের প্রার্থীদের

ঢাকা: অভিনব পদ্ধতিতে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রপ্রার্থীরা। উদ্দেশ্য একটাই, ভোটারদের মন জয়।



ভোটারদের আকৃষ্ট করতে স্বতন্ত্র মেয়রপ্রার্থী আখতারুজ্জামান আয়াতুল্লাহ বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।

কেউ কেউ আবার কৌশলে প্রচারণা চালাচ্ছেন। কেউ বা ছুটছেন মসজিদ ও মন্দিরে। অনেক প্রার্থীই পহেলা বৈশাখকে কেন্দ্র করে নেমেছেন বিশেষ প্রচার-প্রচারণায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নানা ধরনের প্রচারণার হালচাল লক্ষ করা যায় প্রার্থীদের। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন ও বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে পাল্লা দিয়ে প্রচারণায় পিছিয়ে নেই অন্যরাও।

তবে ভিন্নধর্মী প্রচারণা দেখা গেলো আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. গোলাম মাওলা রনির। ভোট চাওয়ার জন্য তিনি কৌশল অবলম্বন করছেন।

রনি বাংলানিউজকে বলেন, অন্য প্রার্থীদের মতো আমি মাঠ চষে বেড়াচ্ছি না। আমি একশ’-দেড়শ’ জন নিয়ে উঠান বৈঠক করছি। এছাড়া মসজিদে নামাজ আদায়ের পর মুসল্লিদের কাছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি।

তিনি আরও বলেন, মাঠ চষে বেড়ানো শত বছরের পুরনো একটা প্রথা। তাই কৌশলে ভোট চাইছি।

মো. আখতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ’র প্রচারণার কৌশল আরও অভিনব। তিনি ভোটারদের বলছেন, বিজয়ী হলে বিয়ে করবেন। মঙ্গলবার সকালে ওসমানী উদ্যানে লাউ প্রতীকে ভোট চাইতে দেখা গেছে আয়াতুল্লাহকে।

অপরদিকে মন্দিরে মন্দিরে ছুটছেন দিলীপ ভদ্র। মঙ্গলবার বাসাবো মন্দির ও বৌদ্ধ মন্দিরে  হাতি মার্কায় ভোট চাইলেন তিনি।

দিলীপ বাংলানিউজকে বলেন, আমার বিশ্বাস সংখ্যালঘুদের পাশাপাশি অন্যদের ভোটও পাবো। সবাই আমাকে সমর্থন করছেন। নগরবাসী পরিবর্তন চায়।

এদিকে পহেলা বৈশাখে বিশেষ প্রচারণায় নেমেছেন জাতীয় পার্টির সাইফুদ্দিন মিলন। তিনি সবার কাছে সোফা প্রতীকে ভোট চাইলেন। সকাল ৭টার দিকে তিনি লালবাগ কেল্লায় একটি বৈশাখী অনুষ্ঠানে যোগ দেন।

মিলন বলেন, সকালে লালবাগ কেল্লায় বৈশাখী অনুষ্ঠানে অংশ নিয়েছি। এছাড়া ঢাকেশ্বরী, লালবাগ, নামিজ উদ্দিন রোডেও প্রচারণা চালাবো। চারিদিকে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তাদের মধ্যে একটা পরিবর্তনের প্রত্যাশা লক্ষ্য করা গেছে।

সিপিবি-বাসদের প্রার্থী বজলুর রশীদ ফিরোজের প্রচারণাও ছিল বৈশাখকেন্দ্রিক। তিনি সকালে রমনা বটমূলে টেবিল প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিলি করেন।

ফিরোজ বাংলানিউজকে বলেন, রমনা পার্কে সকাল ৭টা থেকে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছি। এরপর সেগুনবাগিচায় বাসদ অফিসে বৈশাখ উপলক্ষে
আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবো।

ভাড়াটিয়াদের নিয়ে গড়া সংগঠনের সভাপতি মো. বাহরানে সুলতান বাহারও বৈশাখ কেন্দ্র করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বাহার বলেন, আমার সারাদিনের প্রচারণা বৈশাখকে ঘিরে। শাহবাগ, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শার্ট প্রতীকে ভোট চাইছি।

বিএনএফ প্রার্থী মোহাম্মদ শফিউল্লাহ চৌধুরীও বৈশাখকেন্দ্রিক প্রচারণায় নেমেছেন। তিনি বাংলানিউজকে বলেন, সকালে বাসাবো ও কদমতলা এলাকায় ‍দু’টি বৈশাখী অনুষ্ঠানে অংশ নিয়েছি। এবার সবার কাছে ময়ূর প্রতীকে ভোট প্রার্থনা করেছি। নগরবাসী এবার একটা পরিবর্তন চায় বলে মনে হচ্ছে। ২৮ এপ্রিল নিরব ভোট বিপ্লব ঘটবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
এমআইএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।