ঢাকা: উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে একে অপরের প্রতিদ্বন্দ্বী তারা। দেখা হলো এক অনুষ্ঠানে।
নির্বাচনী প্রচারণায় সোমবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী আনিসুল হক ও মাহী বি চৌধুরীর দেখা হয় ট্রাস্ট মিলনায়তনে টেলিহোম আয়োজিত বৈশাখী মেলায়।
মাহীর নির্বাচনী প্রচার সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি সেখানে টেলিভিশনের শিল্পী, কলা-কুশলী, অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় মাহী অপর মেয়রপ্রার্থী আনিসুল হকের সঙ্গেও কুশল বিনিময় করেন।
১৪ দল সমর্থিত মেয়রপ্রার্থী আনিসুল হকের ফেসবুক পেজে দু’জন দু’জনের ঘাড়ে হাত দেওয়া একটি ছবিও পোস্ট করা হয়েছে।
সংবাদ মাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে পাঠানো ছবিতে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরীকে বেশ হাসি-খুশিই দেখা যায়।
এর আগে রাজধানীর বনানী সোসাইটি মাঠে আয়োজিত বৈশাখী মেলায় আসা বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন মাহী। এ সময় ঈগল প্রতীকে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সকালে মাহী বি চৌধুরী সপরিবারে বারিধারা পার্কে আয়োজিত বৈশাখী মেলাতেও যান। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও তার বাবা অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মা হাসিনা ওয়ার্দা চৌধুরী ও স্ত্রী আশফাহ্ হক লোপা।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫, আপডেট ১৫১৬
এসকেএস/এমআইএইচ/এএ/আইএ