ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ ভিড় করেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন দুপুর আড়াইটা থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সামিয়ানা টাঙ্গিয়ে স্থাপিত মঞ্চে সংগীত পরিবেশনা শুরু করেন জাসাসের শিল্পীরা।
বিকেল ৫টার কিছু পরে অনুষ্ঠানস্থলে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ইতোমধ্যেই খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীদের একটি ইউনিট নয়াপল্টন দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন।
এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক ও দফতর বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।
অনুষ্ঠানস্থলে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো হলেও পুলিশ তাদের দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় দাঁড়াতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে।
এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফরিদউদ্দিন বাংলানিউজকে বলেন, জাসাসকে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে। তবে রাস্তা বন্ধ করে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।
** নয়াপল্টনে জাসাসের অনুষ্ঠান শুরু
** নয়াপল্টনে যাচ্ছেন খালেদা, চলছে প্রস্তুতি
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
এমএম/আইএ