ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

পহেলা বৈশাখে তালাবদ্ধ খুলনা বিএনপির কার্যালয়

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
পহেলা বৈশাখে তালাবদ্ধ খুলনা বিএনপির কার্যালয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: প্রথমবারের মতো বাংলা বর্ষবরণ নিয়ে কোনো অনুষ্ঠানের আয়োজন করেনি খুলনা বিএনপি কার্যালয়। ফলে টানা হরতাল-অবরোধের পর ক্লান্ত নেতাকর্মীদের অনেকেই হতাশ।



পহেলা বৈশাখে নগরীর কে ডি ঘোষ রোডস্থ মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে তালা ঝুলতে দেখা যায়। এ সময় কার্যালয়ে কোনো নেতাকর্মীকে আসতে দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা মহানগর বিএনপির এক নেতা বাংলানিউজকে জানান, আর্থিক সঙ্কট ও মামলা-হামলার কারণে এ বছর পহেলা বৈশাখ উদযাপন করতে পারছেন না তারা।

তবে দলটির তৃণমূল নেতাদের দাবি, দল ক্ষমতায় থাকাকালে সুবিধাভোগী নেতারা খরচ না করাতেই দলের এ বেহাল দশা। বাংলা নতুন বছরের প্রথম দিনে দলীয় কার্যালয় তালাবদ্ধ থাকাটা তাদের জন্য দুঃখজনক বলেও জানান তারা।

খুলনা আ’লীগের এক নেতা বলেন, রাজনৈতিকভাবে পরাজয় বরণ করায় পহেলা বৈশাখ উদযাপন করতে পারছে না বিএনপি।
এ ব্যাপারে মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, মিথ্যা মামলায় দলের অসংখ্য নেতাকর্মী বন্দি জীবনযাপন করছেন। হাজার হাজার নেতাকর্মী পরিবার-পরিজন ছেড়ে আত্মগোপনে রয়েছেন। এ কারণেই পহেলা বৈশাখ উদযাপন করছে না খুলনা বিএনপি।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
মাহবুবুর মুন্না/এসইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।