ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে গুলশানের বাসভবন থেকে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে তিনি বাসা থেকে বের হন।
এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে দুপুর আড়াইটা থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সামিয়ানা টাঙ্গিয়ে স্থাপিত মঞ্চে সংগীত পরিবেশনা শুরু করেন জাসাসের শিল্পীরা। আর এতে একে একে জড়ো হতে থাকেন সাধারণ মানুষসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দীর্ঘ দিন পর নয়াপল্টন কার্যালয়ে খালেদা জিয়ার আগমন উপলক্ষে নিরাপত্তা রক্ষীদের একটি ইউনিট সেখানে অবস্থান নিয়েছে।
এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক ও দফতর বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।
** জাসাসের অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের ভিড়
** নয়াপল্টনে জাসাসের অনুষ্ঠান শুরু
** নয়াপল্টনে যাচ্ছেন খালেদা, চলছে প্রস্তুতি
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
এমএম/আইএ