ঢাকা: নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে জাসাস আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে খালেদা জিয়ার সংক্ষিপ্ত বক্তব্য শেষে ফেরার পথে ৮ কর্মীকে আটক করেছে সাদা পোশাকধারী পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নামপরিচয় জানা যায়নি।
অনুষ্ঠানে যোগ দিয়ে খালেদা জিয়া সিটি নির্বাচনের বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস এবং তাবিথ আউয়ালকে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়াও চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলমকেও ভোট দিয়ে নীরব বিপ্লব ঘটানো আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
এসএইচ