ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
বগুড়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলা বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ দলীয় কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।



মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা শহরের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৈশাখ বরণ উপলক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অনুষ্ঠিত ৠালিতে বিস্ফোরক মামলার আসামি স্থানীয় বিএনপি নেতা ও সোনাতলা পৌরসভা মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম নান্নুর উপস্থিতি নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।

এর কিছুক্ষণ পর আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোঠা নিয়ে সোনাতলা উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর করে। এ সময় কার্যালয়ের দরজা-জানালাসহ বেশকিছু আসবাপপত্র ভাঙচুর করা হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড বাংলানিউজের কাছে অভিযোগ করে বলেন, বিএনপি ও আসামিদের পক্ষ নিয়ে কাজ করছেন ওসি। এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন।  

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন ভাঙচুরের ঘটনা স্বীকার করে বাংলানিউজকে বলেন, জাহাঙ্গীর আলম নান্নু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নন। তার বিরুদ্ধে কোনো মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাও নেই। তাছাড়া ৠালি চলাকালে কে, কখন অংশগ্রহণ করেন তা খুব একটা বোঝা যায় না।   

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
টিএমএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।