বরিশাল: বরিশাল নগর জামায়াতে ইসলামের সেক্রেটারি জহির উদ্দিন মুহাম্মদ বাবরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কালুশাহ সড়কের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখায়াত হোসেন বাংলানিউজকে জানান, গত বছরের ৩১ ডিসেম্বর জামায়াতের ডাকা হরতালের সময় সকাল ৭টায় নগরীর বান্দ রোডে নগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল জয়নালকে কামড়িয়ে আহত করা হয়েছিল।
ওই ঘটনায় আহত জয়নাল বাদী হয়ে দায়ের করা মামলায় জহিরউদ্দিন মুহাম্মদ বাবর তিন নম্বর আসামি। তাকে ওই মামলায়ই গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
এসএইচ