ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

বুধবার থেকে কার্যালয়ে নিয়মিত হচ্ছেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
বুধবার থেকে কার্যালয়ে নিয়মিত হচ্ছেন খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: টানা তিনমাসেরও বেশি সময় কার্যালয়ে অবস্থান শেষে ৫ এপ্রিল ফিরেছিলেন বাসায়। তারও ১০ দিন পর (বুধবার ১৫ এপ্রিল) কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


 
এদিন থেকে কার্যালয়ে তার (খালেদা জিয়া) নিয়মিত যাতায়াত শুরু হচ্ছে বলে জানাচ্ছে গুলশান সূত্র।
 
সূত্র জানায়, এদিন সন্ধ্যায় তিনি কার্যালয়ে আসবেন। সন্ধ্যা থেকে দু’টি দেশের রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাত করতে আসবেন। এর মাধ্যমে প্রথম দিনই ব্যস্ত সময় পার করবেন খালেদা।
 
মিডিয়া উইং জানায়, বুধবার সন্ধ্যায় কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাতে আসবেন স্পেন ও কানাডার রাষ্ট্রদূত।
 
এ বিষয়ে মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় খালেদার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে আসবেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত লুইস তেয়াদা সাকোঁ। এরপর সাড়ে ৮টায় আসবেন সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল।
 
গত ৩ জানুয়ারি থেকে কার্যালয়ে অবস্থান শেষে আদালতে জামিন নিতে ৫ এপ্রিল বের হন খালেদা। এরপর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতে যান বনানী। ১৪ এপ্রিল মঙ্গলবার বর্ষবরণ উপলক্ষে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যান নয়াপল্টন। এর মধ্যে গুলশান কার্যালয়ে আর যাননি তিনি।
 
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
এসকেএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।