ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

‘আদর্শ ঢাকা আন্দোলন’ প্রার্থীদের পরিচিতি সভা বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
‘আদর্শ ঢাকা আন্দোলন’ প্রার্থীদের পরিচিতি সভা বুধবার মির্জা আব্বাস ও তাবিথ

ঢাকা: ঢাকা সিটি নির্বাচনে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ সমর্থিত প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে বুধবার। বিশেষ করে মেয়র প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচিতি বাড়ানো হবে এ সভায়।



এদিন, বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা দক্ষিণ ও উত্তরের প্রার্থীরা এতে অংশ নেবেন। ‘আদর্শ ঢাকা আন্দোলন’র পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি নেবেন ও প্রার্থীদের হাইলাইট করবেন।

অপর সূত্র জানায়, সেই পরিকল্পনাই ছিল, কিন্তু মঙ্গলবার (১৪ এপ্রিল) ১লা বৈশাখের অনুষ্ঠানে নয়াপল্টনেই প্রার্থীদের পরিচিতির কাজটি সেরেছেন খালেদা।

তাই বুধবারের এ অনুষ্ঠানে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্তত খালেদা এখনো তেমন কিছু বলেন নি।

‘আদর্শ ঢাকা আন্দোলন’র সঙ্গে সংশ্লিষ্টরা ও ২০ দলের অনেকেই এ সভায় উপস্থিত থাকবেন বলে জানান সংশ্লিষ্ট এক নেতা।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
এসকেএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।